জেলা জুড়ে বিজেপি নেই

আজ মনোনয়ন পত্র জমা দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রাথী কালিপদ সোরেন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
njyh4tu76y

দেবেন তেওয়ারী,ঝাড়গ্রাম: আজ প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করেছিল ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই শোভাযাত্রা চলাকালীন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বলেন, "বিজেপি প্রায় অর্ধেকের বেশী বুথে এজেন্ট দিতে পারবে না। জেলা জুড়ে বিজেপি নেই।
ঝাড়গ্রাম লোকসভায় এবার জয় লাভ করবে তৃণমূল। ঝাড়গ্রাম আসন উদ্ধার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া হবে।"

Dr. Khagendra Nath Mahata -MLA

ছয়জন বিধায়ককে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী কালিপদ সোরেন জেলাশাসকের কাছে আজ মনোনয়ন জমা দিতে প্রবেশ করেন। প্রার্থী কালিপদ সোরেন জানান যে এবার ঝাড়গ্রাম লোকসভায় তিনিই জিতছেন। 
'তৃণমূল গুন্ডা দিয়ে ভোট করাবে' শুভেন্দু  অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, "এর আগে বিজেপির নমিনেশনে এবং জনসভায় শুভেন্দু অধিকারী এলেও সেই ভাবে জমায়েত হয়নি।

6u3u

জঙ্গলমহলে শুভেন্দু তার জনপ্রিয়তা হারিয়েছে। মুখ আছে বলে যা খুশি বলে যাচ্ছেন।" 
এই প্রসঙ্গে বান্দোয়ানের বিধায়ক রাজীব সোরেন বলেন, "শুভেন্দুর বান্দোয়ানের অনুষ্ঠানে লোক হয়নি বলে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।" 

Add 1