পুকুর ভরাট! বোলপুরে দ্বন্দ্বে জড়াল শাসক-বিরোধী

কাউন্সিলর পর্ণা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির মেম্বার ও সহ-সভাপতি। তাদের এলাকায় পুরসভা কীভাবে বেআইনিভাবে পুকুর ভরাট করছে তা নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা। এ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।

author-image
Pallabi Sanyal
New Update
pond

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : পুর প্রধানের ওয়ার্ডেই কিনা বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ! আর এ নিয়েই শাসক-বিরোধী দ্বন্দ্ব চরমে পৌঁছিয়েছে বোলপুরে। পুকুর ভরাট নিয়ে সুর চড়িয়েছেন বিজেপির প্রাক্তন কাউন্সিলর। এলাকার ব্যবহৃত পুকুর কী করে ভরাট করে দেওয়া হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।যদিও, নির্দিষ্ট স্থানে পুকুরের কোনও অস্তিত্ব ছিল না বলে দাবি পুরসভার চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলরের।বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে রয়েছে পুকুরটি। সেটা বুজিয়ে পুরসভা কমিউনিটি হল তৈরি করতে চায় বলে দাবি বিজেপির। এদিকে কাউন্সিলর পর্ণা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির মেম্বার ও সহ-সভাপতি। তাদের এলাকায় পুরসভা কীভাবে বেআইনিভাবে পুকুর ভরাট করছে তা নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা। এ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।