New Update
/anm-bengali/media/media_files/mRSvHBO1bGVGQLC0gmlo.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জম্মু কাশ্মীর থেকে তারা সাফল্য অর্জন করেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির সাহায্যেই লড়াই করে ছিনিয়ে নিয়েছে জয়। তারা জয়ী তিন কন্যে! শ্রীনগরের নওশেরা থেকে তিন বোন NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা একে-অপরের সম্পর্কে খুড়তুতো বোন। তুবা বশির, রুতবা বশির এবং উর্বিশ বশির। NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তাদের এই সাফল্যতে খুশি তাদের পরিবারের লোকজনও। তুবা বশীর সাংবাদিকদের বলেন, “আমরা তিনজনই একসাথে NEET ক্লিয়ার করেছি। এটা ভেবে খুব ভালো লাগছে আমরা তিনজনে ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি, কোচিং-এ গেছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর এবার তিনজন একসাথে ডাক্তার হব”।
এই একই কথা বলেছেন রুতবা এবং উর্বিশও। তাদের এই সাফল্যে খুশি নওশেরার বাসিন্দারাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us