New Update
/anm-bengali/media/media_files/19TuAOfIKn02uG9ifwlj.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলের গুলিতে এক কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেইত উম্মার শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২০ বছর বয়সী এক যুবক পেটে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তুলকারম শহরে ২৫ বছর বয়সী এক যুবক এবং রামাল্লার দেইর আম্মার শহরে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
এই নিয়ে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us