Amarnath Yatra: ভোলে বাবার জয়ধ্বনি দিয়ে শুরু যাত্রা

শনিবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দলটির যাত্রার সূচনা করেন উপরাজ্যপাল। মন্ত্রোচ্চারণ ও ভোলে বাবার জয়ধ্বনির মধ্যে দিয়ে ভক্তরা ওই দুটি রুটে যাত্রা শুরু করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amarnath (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও থেকে শুরু হয়ে গেল এবছরের অমরনাথ যাত্রা। উপরাজ্যপাল মনোজ সিনহা শনিবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দলটির যাত্রার সূচনা করেন। মন্ত্রোচ্চারণ ও ভোলে বাবার জয়ধ্বনির মধ্যে দিয়ে ভক্তরা ওই দুটি রুটে যাত্রা শুরু করেন।


সমগ্র অমরনাথ যাত্রা সুষ্ঠু ও র্নিবিঘ্ন রাখতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সমগ্র যাত্রাপথে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। গতবছরের মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের কথা মাথায় রেখে যে কোনও জরুরী অবস্থার মোকাবিলায় আকাশপথে নজরদারী চালানো হচ্ছে।