কাবেরী জলবণ্টন নিয়ে আসছে এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর

ফের একবার উত্তেজনা ছড়াতে পারে কর্ণাটক জুড়ে।

New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: কাবেরী জলবণ্টনে ফের বিতর্কিত নির্দেশ। ফের একবার উত্তেজনা ছড়াতে পারে কর্ণাটক জুড়ে। কেননা তামিলনাড়ুতে ছাড়তে হবে কাবেরীর জল।

যা জানা যাচ্ছে, কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটি (CWRC) কর্ণাটক সরকারকে নির্দেশ দিয়েছে, আজ থেকে শুরু করে পরবর্তী ৩৮ দিন পর্যন্ত জল ছাড়তে হবে তামিলনাড়ুকে। আজ অর্থাৎ ২৪ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৩,২১৬ কিউসেক কাবেরীর জল তামিলনাড়ুতে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ যা স্বাভাবিক ভাবেই ভালো ভাবে নিচ্ছে না কর্ণাটক সরকার। একই সাথে এই এতো কম জলে তামিলনাড়ুর হবে তাও জানাচ্ছে তামিলনাড়ু সরকার। ফলে এই জলবণ্টন নিয়ে ফের চড়বে পারদ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

 

hiren