New Update
/anm-bengali/media/media_files/dr9blLohK5goZ1Cc98QY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে মা উড়ালপুলে হুলুস্থুলু কাণ্ড ঘটালেন এক অজ্ঞাতপরিচয় যুবক। সকালে ব্যাগে করে চা, বিস্কুট, কোল্ড ডিঙ্ক্রস নিয়ে সোজা উড়ালপুলে উঠে পড়েন। তার পরনে ছিল লাল জামা, জিন্স। মাথায় সাদা কাপড় বা রুমাল জাতীয় বাঁধা কিছু। লোহার কাঠামোয় দাঁড়িয়ে মোবাইলে কারওকে ফোন করতে দেখা যায় তাঁকে। তারপরে মোটা দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়ারও চেষ্টা করেন তিনি।
পুলিশের তরফে ক্রমাগত নীচে নেমে আসার জন্য অনুরোধ করা হতে থাকে। এরপরেই, সেই উঁচুতে বসেই কাঁদতে শুরু করেন তিনি। অবশেষে প্রস্তুত কারা হয় দমকলের ল্যাডার। সেই ল্যাডারে করেই ধীরে ধীরে নীচে নেমে আসেন ওই ব্যক্তি।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us