পুরনো বিল্ডিং ভেঙে পড়ে মাথার ওপর ! জখম ১

পুরোনো বাড়ির কার্নিস ভেঙে পড়ে এক ব্যাক্তির মাথার ওপরে ।  গুরুতরভাবে জখম হন ঐ  ব্যাক্তি । জানা যায় ঐ পুরোনো বিল্ডিংয়ের নাম স্টিফেন কোর্ট । এরপর ঘটনার স্থলে  আসেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ ।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 16.46.04.jpeg

নিজস্ব সংবাদদাতা: আজ সকাল ৭টা নাগাদ পার্ক স্ট্রিটের এক পুরোনো বাড়ির কার্নিস ভেঙে পড়ে এক ব্যাক্তির মাথার ওপরে ।  গুরুতরভাবে জখম হন ঐ  ব্যাক্তি । জানা যায় ঐ পুরোনো বিল্ডিংয়ের নাম স্টিফেন কোর্ট । এরপর ঘটনার স্থলে  আসেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ । পুলিশ এসে  আহত ঐ ব্যাক্তিকে  উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।