New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ান বাহিনীর হামলায় ধ্বংস ইউক্রেন। জানা গিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ান বাহিনীর হামলার পর খারকিভ অঞ্চলের পুলিশ প্রধান ভলোদিমির তিমোশকো জানিয়েছেন, খারকিভের কেন্দ্রস্থলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলার ফলে ১৩ জন আহত হয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us