সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ! বাংলাদেশের বরিষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করলো BSF
ফের শুরু হল খেলা ! হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল CBI
দলের নির্দেশেই সংসদে কাগজ ছিঁড়েছে তৃণমূল সাংসদ, স্পষ্ট দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত চিন ! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হঠাৎ করেই নয়া মোড়
বিজেপির সাথে কোনও সম্পর্ক কি আদৌ আছে দিলীপের ? বড় প্রশ্ন তুলে দিলেন কুনাল ঘোষ
‘সমস্যা থাকলে ভারতের পণ্য কিনবেন না’, আমেরিকাকে কড়া বার্তা ভারতের
‘মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু উনি ঠিক কথা বলছেন!’
গতিবিধি ট্র্যাক করতে ব্যবহৃত হবে জিপিএস কলার ও কিউআর কোড ! পথকুকুরদের নিয়ে বড় পদক্ষেপ নিল শিমলা
সিবিআইয়ের তদন্তে কি নতুন রহস্য উন্মোচন হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে?

টেট দুর্নীতি মামলায় ২ মাস পরেও মিললো না হার্ড ডিস্ক

টেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই -এর তদন্ত প্রক্রিয়া আরও একবার থমকে গেছে। সূত্র অনুযায়ী, প্রায় দুই মাস কেটে গেলেও এখনও পর্যন্ত হার্ড ডিস্ক উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হার্ড ডিস্কটি খুঁজে বের করতেই বেগ পেতে হচ্ছে সিবিআই -কে।

author-image
Saranya Das
New Update
x

নিজস্ব সংবাদদাতা: টেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই -এর তদন্ত প্রক্রিয়া আরও একবার থমকে গেছে। সূত্র অনুযায়ী, প্রায় দুই মাস কেটে গেলেও এখনও পর্যন্ত হার্ড ডিস্ক উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হার্ড ডিস্কটি খুঁজে বের করতেই বেগ পেতে হচ্ছে সিবিআই -কে।

তদন্তে অগ্রগতির অভাবে CBI ফের ইমেলের সাহায্য চেয়েছে। অভিযুক্তদের থেকে তথ্য বের করার পাশাপাশি, হার্ড ডিস্কের সন্ধান পেতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে, হার্ড ডিস্কের অভাবে তদন্তের গতি অনেকটাই ধীর হয়ে পড়েছে।

v

এই পরিস্থিতিতে মামলার পরবর্তী পর্যায় নিয়ে সংশয় দেখা দিয়েছে। জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এতদিনেও উদ্ধার করা সম্ভব হলো না কেন? CBI-এর কাজের গতি এবং কৌশল নিয়েও সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। টেট (Teacher Eligibility Test) কেলেঙ্কারি তদন্তে একটি বড় বাধা এসেছে, কারণ সিবিআই  (Central Bureau of Investigation) দুটি মাসেও গুরুত্বপূর্ণ হার্ড ডিস্কটি পায়নি, যা তদন্তের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই দেরির কারণে তদন্তের অগ্রগতি থমকে গেছে, এবং বহু প্রচেষ্টার পরও সিবিআই এখনও সেই হার্ড ডিস্কটির জন্য অপেক্ষা করছে। তদন্তের গতি ত্বরান্বিত করতে  সিবিআই আবারও ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করেছে। এই দেরির কারণে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন হার্ড ডিস্কটি কেলেঙ্কারির আরও বিস্তারিত তথ্য উদ্ধার করতে সহায়ক হিসেবে কাজ করবে।