/anm-bengali/media/media_files/YPZ13UOrzkW3RvIOIYLb.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ আজ সকালে জেলা পরিষদের মেম্বার ও বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে দুপুর বারোটা নাগাদ ঝাড়গ্রাম স্টেডিয়ামের প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে ঝাড়গ্রাম শহরকে কড়া নিরাপত্তার চাদরে মোড়ে ফেলা হয়েছে। চারিদিকে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্র মারফত জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামের প্রশাসনিক সভায় বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের গুণীজন মানুষদের হাতে তুলে দেবেন বিভিন্ন সংস্থাপত্র ধামসা, মাদল সহ অন্যান্য সরঞ্জাম।
এক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় প্রশাসনিক সভা শেষ করে হেলিকপ্টার করে ঝাড়গ্রামে নেমেছেন। গতকাল রাত্রে ঝাড়গ্রাম রাজবাড়ী টুরিস্ট কমপ্লেক্সে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঝাড়গ্রাম পৌরসভার কাউন্সিলরদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us