New Update
/anm-bengali/media/media_files/xTT7yXPRsDDUJVWEfFDh.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের বেহালা! ফের সেই দুর্ঘটনা! খুদে পড়ুয়া সৌরনীলকে এখনও কেউ ভুলতে পারেনি, আর তারমধ্যেই ফের ঘটল দুর্ঘটনা। সাতসকালে ফের ঘটল পুলকার দুর্ঘটনা।
যা জানা যাচ্ছে, সকাল সাড়ে ৬টা নাগাদ ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উলটে যায় পুলকার। পুলকারে তখন ছিল খুদে পড়ুয়ারা। পড়ুয়া সমেত পুলকারটি সম্পূর্ণ পালটি খেয়ে যায়। পড়ুয়ারা প্রত্যেকেই অল্প-বিস্তর আহত হয়েছে। খবর পেয়ে অভিভাবকরা এসে পড়ুয়াদের নিয়ে যান। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পুলকারটি আটক করেন এবং চালককে গ্রেফতার করেন। দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি নাকি, খারাপ রাস্তা, খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us