New Update
/anm-bengali/media/media_files/Zm2nzvAohORUAnKq8ZNs.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ মায়ে হং সনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ডেনমার্কের বহু পর্যটক আহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্যুর বাসের চালক ৫০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে মারা যান।
ডেনমার্কের জেলা প্রধান আনেক পানতায়োম জানিয়েছেন, আহত ১৩ পর্যটককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের হাড় ভাঙা-সহ গুরুতর জখম রয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us