New Update
/anm-bengali/media/media_files/T0KFCk8tUdlS8uAYtqVf.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরপরই ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে দেন মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তাকে গাড়িবহরে তুলে নিয়ে যাওয়া হয়। এদিকে, এই ঘটনার পরপরই ট্রাম্পের 'দ্রুত আরোগ্য' কামনা করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
I fully endorse President Trump and hope for his rapid recovery pic.twitter.com/ZdxkF63EqF
— Elon Musk (@elonmusk) July 13, 2024
ঘটনার একটি ভিডিও শেয়ার করে মাস্ক লিখেছেন, "আমি রাষ্ট্রপতি ট্রাম্পকে পুরোপুরি সমর্থন করি এবং তার দ্রুত পুনরুদ্ধারের আশা করি।"
/anm-bengali/media/media_files/0sAkiTtnB5Sfm8LS1a7z.jpg)
মাস্ক আরও বলেন, "গতবার আমেরিকায় এমন কঠিন প্রার্থী ছিলেন থিওডোর রুজভেল্ট।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us