New Update
/anm-bengali/media/media_files/2025/05/31/LSnKmEPUuTDUYa2NEMlA.jpeg)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের রেল এলাকায় আজ দুপুরে রেল কর্তৃপক্ষের রাস্তার উপরে দেওয়াল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, করা হয় লাঠিচার্জও। রেলের রাস্তা সারাই করার নামে তিন চার মাস ধরে রাস্তা বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ।
/anm-bengali/media/post_attachments/1df64f73-36f.png)
তারপর এই রাস্তায় দেওয়াল তুলে দেয়। এলাকার লোকেদের অসুবিধের কারণে আজ দুপুরে সেই দেওয়াল ভাঙতে পৌঁছে যায় এলাকার লোকেরা সহ বিজেপি ও তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকেরা। দেওয়াল ভাঙতে বাধা দিতে আসে আরপিএফ। দেওয়াল ভাঙতে গিয়ে বিজেপির ও তৃণমূলের লোকেদের সাথে আরপিএফ-এর বচসা শুরু হয়। দেওয়াল ভাঙা শুরু করতেই আরপিএফ লাঠিচার্জ করে, বিজেপি মন্ডল সভাপতি সহ চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বিরাজ করছে উত্তেজনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us