এ কি অবস্থা! জলের তলায় মন্দির

ভারী বর্ষণে এবার ভয় ধরাচ্ছে ওড়িশা। লাগাতার বৃষ্টিতে সেখানের একাধিক এলাকাই এখন জলমগ্ন। জলের তলায় চলে গিয়েছে মন্দির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Patneshwari-temple.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দিল্লি, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশের পর তালিকায় যুক্ত হল আরও এক নাম। ভারী বর্ষণে ভয় ধরাচ্ছে এবার ওড়িশা। লাগাতার বৃষ্টিতে সেখানের একাধিক এলাকায় এখন জলমগ্ন।

যা জানা যাচ্ছে, ওড়িশার বালাঙ্গীর জেলার একাধিক এলাকায় এখন জলের তলায়। পাতনেশ্বরী মন্দির সম্পূর্ণ ভাবে জলমগ্ন। মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েক ঘন্টা এখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে জলস্তর আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।