New Update
/anm-bengali/media/media_files/PbKhULSiZ49LecS5O8NL.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলার তাপমাত্রা ১৬ ডিগ্রীর আশেপাশে। তবে আকাশ মেঘলা থাকায় শীতের দাপট একটু কম রয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি।
তবে সবাই প্রতিদিনের ন্যায় ঠান্ডা পোষাক পরেই বাইরে বেরিয়েছে। কুয়াশার দাপটও বিগত দুদিনের মতো নেই। চায়ের ঠেকের আড্ডাও আজ বৃষ্টির জন্য বন্ধ রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us