আবহাওয়ার খামখেয়ালি, পারদ চড়ছে একটু একটু করে

আজ কলকাতার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

New Update
fog-covers-howrah-on-dec-28-2016-487125.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার শুরু হয়ে গিয়েছে ঠান্ডার খামখেয়ালি। একবার অনুভূতি কমছে, তো কিছু মুহুর্ত পরেই বেশ জাঁকিয়ে অনুভব হচ্ছে ঠান্ডা। এর সাথেই রয়েছে মেঘ ও কুয়াশার দাপট। আজ প্রায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। কেননা ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী দু’দিন এর প্রভাব থাকবে বঙ্গে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও যে তাপমাত্রা ফের একবার নামবে এমনটা এখনই বলা যাচ্ছে না।

আজ কলকাতার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই স্বাভাবিকের থেকে বেশি বলেই জানা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।

স্ব

স

স