ঊর্ধ্বমুখী তাপমাত্রা নিয়েই আশায় বুক বাঁধছে জেলা

আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানা যাচ্ছে।

New Update
cloud-cloudy-sky-early-morning-fresh-wallpaper-preview.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কোজাগরী লক্ষ্মীপুজোর পর হিমেল পরশ জাঁকিয়ে বসেছিল দক্ষিণ ২৪ পরগণায়। তবে এবার বাড়ল তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানা যাচ্ছে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগণার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশের আশাপাশি। তবে আগামীকাল থেকে আকাশ খানিকটা মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। একই সাথে এও জানা যাচ্ছে, জাঁকিয়ে ঠান্ডার জন্যে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।

hiren