জল বণ্টন হলে খরা দেখা দেবে কর্ণাটকে, দাবি তেজস্বীর

'কাবেরী নদীর জল যদি তামিলনাড়ুতে চলে যায় তবে বেঙ্গালুরুর মানুষের পানীয় জল থাকবে না'৷

New Update
ezgif.com-gif-maker (42) (2).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাবেরী জল বণ্টন ইস্যুতে এখন তপ্ত দক্ষিণের রাজনীতি। জল বণ্টনকে ঘিরে সম্মুখ সমরে নেমেছে কর্ণাটক-তামিলনাড়ু। এমন সময় এই ইস্যুতে মুখ খুললেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।

এদিন তিনি বলেন, “রাজ্য সরকার কাবেরী নদীর জল তামিলনাড়ুতে ছেড়ে দিচ্ছে৷ কাবেরী নদীর জল যদি এভাবে তামিলনাড়ুতে চলে যায় তবে বেঙ্গালুরুর মানুষের পানীয় জল থাকবে না৷ কর্ণাটক সরকার তার মামলা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে”৷

 

“রাজ্যে এই বছর বৃষ্টিপাতের ৬০ শতাংশ ঘাটতি হয়েছে৷ রাজ্যের প্রায় ১০৬ থাউজেন্ড মিলিয়ন কিউবেক জল প্রয়োজন৷ অথচ এই মুহুর্তে জল রয়েছে ৫০ থাউজেন্ড মিলিয়ন কিউবেক। কাবেরী অববাহিকার ৩৪টি তালুকের মধ্যে ৩২টি তালুকই মারাত্মক খরার শিকার বলে ঘোষণা করা হয়েছে। কৃষকদের তাদের এক-স্থায়ী ফসলকে সমর্থন করার জন্য জল নেই... এই পরিস্থিতিতে, তামিলনাড়ুতে অতিরিক্ত জল সরবরাহ রাজ্যের পানীয় জলের চাহিদাকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে৷ এটি একটি অত্যন্ত ভয়াবহ বাস্তবতা যা কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করা দরকার। মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী উভয়ের কাছেই এই বিষয়টি তুলে ধরতে চাই”।

hire