পরিস্থিতি সামাল দিতেও বিপত্তি, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ একাধিক পড়ুয়া

পুলিশ রীতিমতো ক্ষিপ্ত হয়ে কাঁদানে গ্যাসের সেল ফাটায় স্কুল চত্বরে। প্রায় ৪-৫টা সেল এসে পড়ে স্কুলের ভিতরে এমনটাই অভিযোগ করেছেন অভিভাবকেরা। আর তাতে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।

New Update
Screenshot 2023-08-04 090522.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই উত্তেজিত বেহালা চত্বর। দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের রূপ নিয়েছে গোটা এলাকা। সম্পূর্ণ স্তব্ধ ডায়মণ্ড হারবার রোড। জনতার বিক্ষোভ সামাল দিতে নেমেছে র‍্যাফ, বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন উচ্চ পদস্থ অফিসারেরা। আর এর মধ্যেই ঘটল ফের বিপত্তি।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ রীতিমতো ক্ষিপ্ত হয়ে সেই কাঁদানে গ্যাসের সেল ফাটায় স্কুল চত্বরে। প্রায় ৪-৫টা সেল এসে পড়ে স্কুলের ভিতরে। স্কুলে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করে পুলিশ। আর তাতেই ফের উত্তেজিত হয়ে ওঠেন স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। তাদের শ্বাসকষ্ট শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, কী করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল স্কুল চত্বরে ফাটাতে পাড়ল। আর তাতেই উত্তেজনার পারদ নতুন করে বৃদ্ধি পায়।