/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় তার সমাজমাধ্যমে পোস্ট করেছেন, "সুকুমার রায়ও জিজ্ঞাসা করেছিলেন,
“কোত্থেকে আর কি করে
রস জমে এই প্রপঞ্চময়
বিশ্বতরুর শিকড়ে”
থাক, এসব আপনার মাথায় ঢুকবার জিনিস নয়। আপনি বরঞ্চ এইটা ওঁকে পৌঁছে দিন।
/anm-bengali/media/media_files/o5R9hntlG5pgzrRufBV2.jpg)
“যৌবন বসন্ত সম সুখময় বটে
দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে।
কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন
ফিরে না ফিরে না আর ফিরে না যৌবন”।
চুলে কলপ দিলেও না ! 😃"
/anm-bengali/media/media_files/hVfsiPSYAeRHDpI7Dg2c.jpg)
এই পোস্টের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন বিরোধী দলের এই নেতা। তাই সমালোচকরা মনে করছে, এই পোস্টে তিনি নাম না নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকেই।
সুকুমার রায়ও জিজ্ঞাসা করেছিলেন,
— Tathagata Roy (@tathagata2) May 12, 2024
“কোত্থেকে আর কি করে
রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে”
থাক, এসব আপনার মাথায় ঢুকবার জিনিস নয়। আপনি বরঞ্চ এইটা ওঁকে পৌঁছে দিন।
“যৌবন বসন্ত সম সুখময় বটে
দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে।
কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন
ফিরে না ফিরে…
গুগল-এর তথ্য অনুযায়ী আগামী ৫ই জানুয়ারী ২০২৫ তারিখে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সত্তর বছর পূর্ণ করে একাত্তরে পা দেবেন।
— Tathagata Roy (@tathagata2) May 12, 2024
জন্মদিন উপলক্ষ্যে আগাম শুভেচ্ছা!
🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/br3LH8NPop
/anm-bengali/media/post_attachments/d030031c6ffaf8a78f5ee02a256043453cd958fdfc802f56bcc86d756a183fba.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us