New Update
/anm-bengali/media/media_files/YYpOQtNlbDEm2qNCgG31.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকেই বাজারে বাজারে ঘুরছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। বাজারে সবজির দামে আগুন। যেকোনো সবজিতে হাত দিলেই যেন হাতে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। কিন্তু এখানে কোনও দুর্নীতি চলছে কিনা? কিংবা ফড়েদের জোরজুলুম চলছে কিনা তা খতিয়ে দেখারও দরকার আছে। আর সেই জন্যেই বাজারে ঘুরছে টাস্ক ফোর্স।
বুধবারেও বিভিন্ন বাজার ঘুরে দেখছে টাস্ক ফোর্স। এদিন কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করলেন টাস্ক ফোর্স এর সদস্যরা। টাস্ক ফোর্সের পক্ষ থেকে রবীন্দ্রনাথ কোলে এদিন জানান, গতকালের থেকে আজকে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যেই বাজারের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us