আজও টাস্ক ফোর্সের অভিযান

সবজি বাজারের মূল্যবৃদ্ধি এবং কালো বাজারি আটকাতে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই নিয়েছে কড়া পদক্ষেপ।  রাজ্য টাস্ক ফোর্স হানা দিচ্ছে বিভিন্ন বাজারে। আজ তারা অভিযান শুরু করে শিয়ালদাহ কোলে মার্কেট থেকে।

New Update
sobji

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এখনও অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম। গতকাল থেকেই শুরু হয়েছে টাস্ক ফোর্সের অভিযান। আদৌ তাতে সমস্যার সমাধান হবে কিনা, জানেন না আমজনতা। তবুও ভরসা রাখছেন সরকারের পদক্ষেপের ওপর।

মূল্যবৃদ্ধি এবং কালো বাজারি আটকাতে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই নিয়েছে কড়া পদক্ষেপ।  রাজ্য টাস্ক ফোর্স হানা দিচ্ছে বিভিন্ন বাজারে। মঙ্গলবার সকালে রাজ্য টাস্ক ফোর্সের একটি দল তাদের অভিযান শুরু করে শিয়ালদাহ কোলে মার্কেট থেকে। রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে বাজারে কাঁচা আনাজ বিক্রেতাদের সাথে এদিন কথা বলেন। তাদের কাছ থেকে জানতে চান, তাদের কেনা ও বেচা দামের মধ্যে কি পার্থক্য রয়েছে? তিনি বিক্রেতাদেরকে বেশি লাভের জন্য অধিক মূল্যে আনাজ বিক্রি না করার নির্দেশ দেন।

এদিন শিয়ালদাহ কোলে মার্কেটে বেশ কয়েকটি মার্কেট পরিদর্শন করেন টাস্ক ফোর্সের এই দল।