টাস্ক ফোর্স কি কিছু করল?

এই সপ্তাহে গত সোমবার থেকেই বাজারে ঘুরছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। খতিয়ে দেখছে সবজিপাতির দাম।

New Update
sobji b

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহ ধরে তারা বাজার ঘুরলেন, দেখলেন কিন্তু জয় কিছুই করতে পারলেন না। বাজারের দাম যেমনকার তেমনই রয়ে গেল। তাদের চোখের সামনে সাময়িক দাম কমলেও, বাজার ছাড়তেই দাম আবার একই জায়গায় পৌঁছে গেল। বিরোধীদের একাংশ বললেন, টাস্ক ফোর্স ডাহা ফেল করেছে।

চলতি সপ্তাহে গত সোমবার থেকেই বাজারে বাজারে ঘুরছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজারে ফড়েদের কোনও জোরজুলুম চলছে কিনা, আর কেনই বা সবজির দাম এই ভাবে চড়া তার কারণ খুঁজতেই বাজারে অভিযান চালান তারা।

এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলেন ‘চাষিভাইয়েরা ভোটের প্রার্থী, তাই নাকি সবজির দামবৃদ্ধি’। অর্থাৎ ভোট মিটতেই এই সবকিছুর সমাধান ঘটবে। অথচ বাস্তব চিত্র একেবারে আলাদা।

টাস্ক ফোর্স বাজার ঘুরলেও দামের ফারাক ঘটল না এতোটুকুও। সবজির দাম যা ছিল তাই রয়েছে, উলটে দাম বেড়েছে আলু-পেঁয়াজের।

এদিকে, বিরোধীরা দামের বিরুদ্ধে সরব হলেন, তবে সেটাও লোক দেখানো। ওই একদিন-দু’দিন প্রতিবাদ দেখালেন তারপর যেমনটা তেমনই চলছে। কারণ, এখন প্রত্যেকের নজর সেই পঞ্চায়েত নির্বাচনের দিকে। কে জিতবেন, কে হারবেন, ভোটে কীভাবে লড়াই হবে এই সবই এখন গুরুত্বপূর্ণ। মানুষ খেতে নাইবা পারল তাতে কি যায় আসে। ভোটই এখন সবকিছু…!