দেশে আসন্ন নির্বাচন, উড়ছে চীনের যুদ্ধবিমান! তবে কী যুদ্ধ?

তাইওয়ানে ফের চীনের সামরিক তৎপরতা বাড়ছে।

New Update
n

file pic

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান জানিয়েছে, তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রমকারী বিমানসহ চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ শনিবার দ্বীপের চারপাশে অবস্থান করছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান, যাকে চীন তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে, চার বছর ধরে দ্বীপের কাছে নিয়মিত চীনা সামরিক টহল এবং মহড়ার অভিযোগ করেছে।

তাইওয়ানে আগামী ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রচারণা চলছে। চীনের সঙ্গে সম্পর্ক একটি প্রধান বিতর্কের বিষয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার অর্থাৎ আজ স্থানীয় সময় দুপুর দেড়টার পর থেকে তারা জে-১০, জে-১১ ও জে-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি তাইওয়ানের উত্তর, মধ্য ও দক্ষিণ-পশ্চিমের আকাশসীমায় চলাচলকারী আগাম সতর্কীকরণ বিমানের সন্ধান পেয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১০টি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যবর্তী লাইন বা নিকটবর্তী এলাকা অতিক্রম করে চীনা যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল চালানোর কাজ করছে।

hire