BIG BREAKING: সকাল সকাল জানা গেল দেশের নতুন প্রধানমন্ত্রীর নাম

তাইওয়ানের মিত্র টুভালু নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফেলেতি তিওর নাম ঘোষণা করেছেন।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটির আইনপ্রণেতাদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সোমবার অর্থাৎ আজ সকালে ফেলেতি তিওকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন টুভালু।

Add 1

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের ভূ-রাজনৈতিক লড়াইয়ের মধ্যে তাইওয়ান, চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নিবিড় পর্যবেক্ষণে থাকা সাধারণ নির্বাচনে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিজের আসন হারিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কাউসা নাতানো।

cityaddnew

গত মাসে নাউরু সম্পর্ক ছিন্ন করে বেইজিংয়ে চলে যাওয়ার পর নয়টি দ্বীপে প্রায় ১১,২০০ জনসংখ্যা নিয়ে টুভালু তাইওয়ানের অবশিষ্ট তিনটি প্রশান্ত মহাসাগরীয় মিত্রের মধ্যে একটি।

স

দুই আইনপ্রণেতা সোমবার অর্থাৎ আজ বলেন, 'টুভালুর প্রথম অ্যাটর্নি জেনারেল এবং মৎস্য খাতে কয়েক দশকের অভিজ্ঞতা থাকা তিও ১৬ জন আইনপ্রণেতার কাছ থেকে সর্বসম্মত সমর্থন পেয়েছেন।' 

স