New Update
/anm-bengali/media/media_files/BiezXNxLqIKL0AGkeeMd.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আপাতত সিজিও-ই তাঁর ঠিকানা। কেননা আজ আদালতে পেশ করা হলে তাঁকে ইডির হেফাজতই দেবে বিচারক। সেক্ষেত্রে সেখানেই থাকতে হবে রাজ্যের বনমন্ত্রীকে। আর অদূর ভবিষ্যতে মামলা কীভাবে গড়ায়, সেই অনুযায়ী হইতো জেলই হবে পরবর্তী ঠিকানা। এমনই আন্দাজ করে নিয়ে শাসক দলকে একহাত নিলেন বিরোধী দলনেতা।
কিছুটা ব্যঙ্গাত্বক ভঙ্গিতেই লিখলেন, “এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে”। সেই সঙ্গে তুলে ধরলেন গ্রেফতার হওয়ার তালিকা। যদিও আজই শুভেন্দু অধিকারীর নাম সরাসরি করে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু তারপরও সেই বিষয়কে গুরুত্ব দিচ্ছেন না বিরোধী দলনেতা।
এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে:- pic.twitter.com/KjEWkcFr87
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 27, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us