New Update
/anm-bengali/media/media_files/wsKZKCWHFR3N9ZFxjKe9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ইডির নজরে নতুন করে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদও তিনি। আর তার বিরুদ্ধেই উঠেছে আর্থিক তছরূপের অভিযোগ। অভিযোগ এনেছেন কে? বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। আর তাতেই তপ্ত বঙ্গ রাজনীতি।
এবার আরও একধাপ এগিয়ে সেই সাংসদের বিরুদ্ধে আক্রমণ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা। বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক চলাকালীন, তিনি নাম না করে বলেন, “আমার কাছেই সাংসদের বিরুদ্ধে প্রথম অভিযোগ এসেছিল। তাঁর বিরুদ্ধে প্রমাণ রয়েছে আমাদের হাতে। আমিই শঙ্কুদেবকে বলি বিষয়টা নিয়ে একটু খোঁজ নিতে। বয়স্ক সব ব্যক্তি, দুর্নীতির শিকার হয়েছেন। ৬০-৬৫ বছর বয়স তাদের। আর তাদের জমানো পুঁজিপুথি নিয়ে হয়েছে দুর্নীতি। সাংসদ কত বড় দুর্নীতি করেছে, তা ধরা পড়বে। আইনি পথেই সবটা হবে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us