New Update
/anm-bengali/media/media_files/j9S8HZia3qG94JD04RdB.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চলছে শেষ দফা নির্বাচনের প্রস্তুতি। আগামীকাল বিকেল ৫টায় শেষ হচ্ছে ভোট প্রচারের সময়সীমা। তাই এখন জোরকদমে চলছে ভোট প্রচারের ব্যবস্থাপনা। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারীকে ফের সভা করার অনুমতি দিল না পুলিশ।
ভাঙড়ে আজ সভা ছিল বিরোধী দলনেতার। যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্নিবাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করতেন তিনি। অথচ প্রথমে সভা করার অনুমতি দিলেও পরবর্তীতে হঠাৎ করেই সেই অনুমতি প্রত্যাহার করে নেয় পুলিশ। যা নিয়ে ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্ব। এর জবাবও দিতে চলেছেন শুভেন্দু অধিকারী, এমনটাই শোনা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/oUO5wazPU8Q7KPiqbqrD.jpg)
/anm-bengali/media/media_files/fbGHgPXPOQoqcMz1JB44.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us