রোদ-বৃষ্টির খেলা, হয়রানি রাজ্যবাসীর

হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। আর একই সাথে কখনও কখনও সূর্যের উঁকিঝুঁকি দেখা যাবে।

sun-and-rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চলছে রোদ-বৃষ্টির খেলা। আর তাতেই নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গতকাল ভারী বর্ষণের পূর্বাভাস থাকলেও সেই অর্থে বৃষ্টির দেখা মেলেনি। কালো করে মেঘ এসেছে, তবে দু-এক পশলা বৃষ্টি দিয়েই ক্ষান্ত। তার বেশি প্রভাব দেখা যায়নি। আর আজ সকাল থেকে শুরু হয়েছে রোদ-বৃষ্টির খেলা।

হাওয়া অফিস জানাচ্ছে, হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। তবে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ, ঘন্টায় ১০ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।