New Update
/anm-bengali/media/media_files/LywesuhHGDCynYTcwz45.png)
নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগে চলে গিয়েছেন মা। বাবা রয়েছেন জেলে। অনুব্রতকন্যা (Anubrata Mondal) সুকন্যা (Sukanya Mondal) এখন একা, বিপর্যস্ত এবং অসহায়। এক বান্ধবী ছাড়া পাশে আর কেউ নেই। বুধবার সুকন্যা গ্রেফতার (Arrest) হওয়ার পর রাতেই দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে (RML Hospital) সুকন্যার স্বাস্থ্যপরীক্ষা করায় ইডি (ED)। বৃহস্পতিবার তাঁকে পেশ করা হলো দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে (Rouse Avenue Court)। সুকন্যার বান্ধবী সুতপা পাল (Sutapa Pal) ইডি অফিসে গিয়ে তাঁর প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন। কাঁদতে কাঁদতে আক্ষেপের সুরে জানান বান্ধবী সুকন্যা অসহায়। পাশে দাঁড়ানোর আর কেউ নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us