/anm-bengali/media/media_files/S9leTQsZc4wyZv2deli2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত জয়নগরের কৃপাখালী এলাকায় চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই 'বিজয়ার' বাড়ি গিয়ে উঁনার পরিবারের সাথে দেখা করলাম এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলাম। এই নারকীয় ঘটনার বিচারের দাবিতে বিজেপির প্রতিবাদ জারি থাকবে।"
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত জয়নগরের কৃপাখালী এলাকায় চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয় আজ সেই 'বিজয়ার' বাড়ি গিয়ে উঁনার পরিবারের সাথে দেখা করলাম এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলাম।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 6, 2024
এই নারকীয় ঘটনার বিচারের দাবিতে বিজেপির প্রতিবাদ জারি থাকবে।। pic.twitter.com/7cEW5nYQWL
উল্লেখ্য, এখনও কাটেনি আরজি করের ঘটনার রেশ। এর মধ্যেই শনিবার ফের জয়নগরে দশ বছরের নাবালিকাকে নিগ্রহের অভিযোগ উঠে। চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। পরিবারের অভিযোগ, পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে গুরুত্ব দেয়নি পুলিশ। পাঠানো হয় জয়নগর থানায়। পরে গভীর রাতে নাবালিকার দেহ উদ্ধার হয়। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে ধর্ষণের কথা স্বীকার করেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us