/anm-bengali/media/media_files/r65lfwH7CnXXeSblBuma.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোয় ধুন্ধুমার সন্দেশখালি। গত কয়েকদিন ধরে চলা অশান্তির আগ্নেয়গিরি, যেন কার্যত আজ ফেটে গেল। সেই বিক্ষোভের আঁচ, পুলিশ-বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বর্তমানে প্রায় ঘন্টা খানেক পর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে জ্ঞান ফিরল তাঁর।
যা জানা যাচ্ছে, এদিন সরস্বতীর মূর্তি হাতেই সন্দেশখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সুকান্ত মজুমদার ও তাঁর কর্মীরা। এরপর টাকি রোডেই পুলিশ গার্ডরেল দিয়ে তাঁকে বাধা দেয়। সুকান্ত মজুমদার রাস্তাতে বসেই পুজোপাঠ শুরু করেন। এরপর পরিস্থিতি বেগতিক হলে পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। একটা সময় এমনই ধস্তাধস্তিতে পুলিশের গাড়ির ওপর উঠে পড়েন রাজ্য বিজেপির সভাপতি। সেই সময়ও হুড়োহুড়িতে গাড়ির ড্যাশবোর্ড থেকে পড়ে যান সুকান্ত মজুমদার, আর তারপরই জ্ঞান হারান তিনি।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
এই ঘটনার পরই তড়িঘড়ি রাস্তার দু’ধারের জ্যাম কাটাতে কাটাতে নিয়ে আসা হয় বসিরহাট মাল্টি ফেসিলিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন। বর্তমানে জ্ঞান ফিরেছে তাঁর। হাসপাতালেই চলছে তাঁর অক্সিজেন। যা জানা যাচ্ছে, গাড়ি, অ্যাম্বুলেন্স সব ব্যবস্থা করা আছে, একটু পরেই তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকদের সাহাযার্থে তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে। তাঁর পরবর্তী ট্রিটমেন্ট হবে কলকাতার হাসপাতালেই।
#WATCH | Basirhat, North 24 Parganas | West Bengal BJP president Sukanta Majumdar taken to Basirhat multi-facility hospital after he was injured during Police lathi charge as a scuffle broke out between Police and party workers. pic.twitter.com/po3P6eSGtB
— ANI (@ANI) February 14, 2024
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us