New Update
/anm-bengali/media/media_files/m7y5cKA7NyfQLKN6ZUEs.jpg)
নিজস্ব সংবাদদাতা: অভিনয় হোক বা ফ্যাশন, নিজের অনন্যতার জন্য বারবার সংবাদের শীর্ষে উঠে আসেন কিং খান কন্যা সুহানা খান। সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন সুহানা। সেই পার্টিতে তার পোশাক তো নজরকাড়া ছিলই, কিন্তু সবথেকে বেশি নজর কেড়েছিল তার মাথার ক্লিপ। এমনকিছু আহামরি ধরণের দেখতে নয় ক্লিপটিকে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/03/Suhana-Khan.jpg)
কিন্তু তার দাম জানলে হতবাক হবেন আপনিও। বডিকন ড্রেসের সঙ্গে সুহানা মাথায় পরেছিলেন আন্তর্জাতিক ব্র্যান্ড প্রাডা-র (Prada) একটি ক্লিপ। বৈদেশিক মুদ্রায় তার দাম ৬০০ ডলার।
/anm-bengali/media/post_attachments/f203f9dc44ba95f625f49f022b5e26704163b10ae890d2503607f6fc7ef9c1b3.webp)
ভারতীয় মুদ্রায় পরিবর্তন করলে তার দাম দাঁড়ায় প্রায় ৫০ হাজার টাকা। এই টাকায় একজন মধ্যবিত্তের একটা গোটা মাসের সংসার চলে যাবে। তাছাড়াও সুহানার হাতে ছিল ২২ লক্ষ টাকার একটি ব্যাগ।
/anm-bengali/media/post_attachments/5fd8b582439c3d5a0c3f7cc5e6b557fc04eb43dbb0880962c49fca6e246bcbb1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us