/anm-bengali/media/media_files/FvZjDNXMme5rAf7esdE1.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শেষ দু’টো ম্যাচেই তাঁকে পায়নি দল। ‘অসুর’ ডেঙ্গির জন্যেই বিশ্বকাপের প্রথম ২টো ম্যাচ থেকে সরে থাকতে হয়েছে তাঁকে। কিন্তু আজ যে হাইভোল্টেজ ম্যাচ। তাই দল যেরকম চাইছে আজকের ম্যাচে থাকুক সে, তেমনই ফ্যানেরাও দেখতে চায় গিল ঝড়।
কথা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান শুভমন গিলের। আজ ফ্যানেরা মনে প্রাণেরা শুভমন মাঠে নামুক। চালাক ওর দাপট। কিন্তু তা কতোটা সম্ভব? যা জানা যাচ্ছে, শুভমন অনেকটায় সুস্থ। এমনকি রোহিত শর্মা সুখবর দিয়েই দিয়েছেন। ‘৯৯ শতাংশ ফিট শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি’। অবশ্য এখনও অফিশিয়ালি কিছুই জানা যায়নি। তাই ফ্যানেদের প্রার্থনা এখনও চলছে। শুভমান গিল-এর পোস্টার নিয়ে ক্রিকেট ভক্তরা ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের জন্য আহমেদাবাদে দেখাচ্ছেন উচ্ছ্বাস। প্রত্যেকে মন থেকে চান শুভমন আজ মাঠে নামুক।
#WATCH | Gujarat: Cricket fans arrive in Ahmedabad for the India Vs Pakistan World Cup match, with posters of Shubhman Gill pic.twitter.com/FHrjwMmjNq
— ANI (@ANI) October 14, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us