Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/TAfsIqyof34nZoorIHxX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: নাম সৌরনীল সরকার, দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। বাবা সরোজকুমার সরকারের সাথে সাইকেলে করে যাচ্ছিল স্কুলে। কিন্তু কে জানত আজকের স্কুলে যাওয়াই কাল হবে তার জীবনে। আর মায়ের কোলে ফেরা হবে না তার।
স্কুল শুরুর আগে ঘটে গেল দুর্ঘটনা। ফলে বহু পড়ুয়া আজ ঘটনা স্বচক্ষে দেখে কেউ বা কানে শুনে স্কুলে প্রবেশ করে। কয়েকটা ঘন্টা ক্লাসও হয়। পরে অবশ্য পরিস্থিতি আরও জটিল হলে, পড়ুয়াদের স্কুল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু আজকের ঘটনার ভয় তখনও তাদের চোখে মুখে। অভিভাবকরা তাদের কোলের সন্তানকে ফেরত পাওয়ায় নিশ্চিন্ত বোধ করলেও, পড়ুয়াদের চোখে মুখে ছিল শুধুই ভয়। কেউ বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় অসুস্থ বোধ করে। নাকে-মুখে রুমাল চাপা দিয়েই তাদেরকে বের করা হয় স্কুল থেকে। তবুও সহপাঠীকে হারিয়ে আজ আতঙ্কিত তারাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us