New Update
/anm-bengali/media/media_files/vX8vbiUVjx0bECdh8Kxt.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একদিনের ডিজি হয়েই রয়ে গেলেন বিবেক সহায়। কেননা রাজ্যের পাঠানো তিনটি নামের মধ্যে নির্বাচন কমিশন হিসেবে বেছে নেওয়া হল রাজ্যের পরবর্তী ডিজিপিকে। রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়।
যা জানা যাচ্ছে, তিন জনের প্যানেলে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ছিল রাজ্যের পাঠানো তালিকায়। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, রাজীব কুমারের পরে যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন অফিসার ছিলেন তাঁকেই চূড়ান্ত করা হয় পরবর্তী ডিজিপি হিসেবে। এক্ষেত্রে সেই নামটি ছিলেন বিবেক সহায়। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছিল, আগামী ৩১ মে তিনি অবসর নেবেন। আর ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন। তাই একদিনের মধ্যেই ফের সিদ্ধান্ত বদলালো নির্বাচন কমিশন।
/anm-bengali/media/media_files/V0sO9pVbUCsvCzzUTLS2.webp)
রাজ্যের পরবর্তী ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। আজ বিকেল ৫টার মধ্যেই তাঁকে দায়িত্বভার গ্রহণ করতে হবে।
/anm-bengali/media/media_files/YquD7oalOi9YKK8S7IWp.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us