ইডি এবং সিবিআই বিজেপির?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আপ কর্মীদের সারা দিনব্যাপী অনশন বিক্ষোভ সম্পর্কে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ও দলের নেত্রী অতীশি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
delhi minister atishi .jpg

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আপ কর্মীদের সারা দিনব্যাপী অনশন বিক্ষোভ সম্পর্কে রাজ্যের মন্ত্রী ও দলের নেত্রী অতীশি বলেছেন, "দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে ভালোবাসে। তারা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মনে করে না বরং তাদের ছেলে, বা ভাই হিসেবে মনে করে।

atishipptt.jpg

সবাই অরবিন্দ কেজরিওয়ালের জামিন চায়। বিজেপির ইডি এবং সিবিআই আপ নেতাদের মদ কেলেঙ্কারির এক পয়সাও দেখাতে পারেনি। ব্যবসায়ী শরৎ রেড্ডির কাছে অর্থের ট্রেইল আছে। কেন বিজেপির বিরুদ্ধে অভিযান চালানো হয়নি বা কাউকে অভিযুক্ত করা হয়নি? কেন বিজেপির জাতীয় সভাপতিকে তলব করা হয়নি বা গ্রেফতার করা হয়নি?"

atishipptt.jpg

Add 1