/anm-bengali/media/media_files/2rngoNU52w47FZsqu2ll.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ফের ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। সব ঠিক থাকলে ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে হওয়া জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের মাটিতে পা রাখবেন। এরপর রাত্রে রাত্রিযাপন করবেন ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে।
বৃহস্পতিবার ঝাড়গ্রামের স্টেডিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। ঝাড়গ্রাম শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লাগানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী দু'দিন থাকবেন জেলায়। প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us