চলছে হাইভোল্টেজ নির্বাচন

রাজ্যে ভোট দিচ্ছে ৫ কোটিরও বেশি মানুষ।

New Update
panchayat election.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকাল ঠিক ৭টায় শুরু হয়ে গেল উল্লেখযোগ্য কেন্দ্র রাজস্থানের বিধানসভা নির্বাচন। ২০০টির মধ্যে ১৯৯টি কেন্দ্রে চলছে নির্বাচন। ভোট হচ্ছে না রাজস্থানের শ্রীরঙ্গনগরের করণপুর আসনে। ওই কেন্দ্রে বিধায়ক পদে থাকা গুরমীত সিং কোনারের মৃত্যু হয় সম্প্রতি। তারপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রাজ্যে ভোট দিচ্ছে ৫ কোটিরও বেশি মানুষ।

সমীক্ষা বলছে, ১৯৯৩ থেকে রাজস্থানে একটানা দ্বিতীয়বার কোনও দল সরকারে ফেরেনি। তবে কংগ্রেসের আশা, আবারও ক্ষমতায় ফিরবেন অশোক গেহলটই। তাঁকে জাদুকর বলেই মনে করে কংগ্রেস। ফলে সেই দিক থেকে বলতে গেলে বলাই যায় হাইভোল্টেজ রাজ্যে চলছে হাইভোল্টেজ নির্বাচন।

 

hiren