আপনার ব্লাড গ্ৰুপ কি এবি? তবে সাবধান!

এবি ব্লাড গ্রূপের মানুষরা এবার থেকে বাড়তি সতর্কতা গ্রহণ করুন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Vvh

নিজস্ব সংবাদদাতা: যাদের ব্লাড গ্ৰুপ এবি তাদের রক্তে বেশি পরিমাণে ব্লাড-ক্লটিং প্রোটিন থাকে। ফলে এইসব মানুষদের দেহে, হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।

Cbnj

নেদারল্যান্ডস-এর ইউনিভার্সিটি মেডিকাল সেন্টার গ্রনিনগেন-এর অধ্যাপক টেসা কোল জানিয়েছেন যে, ব্লাড গ্রূপে নজর দিলে, হৃদরোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

publive-image

ব্লাড গ্ৰুপ ছাড়াও খেয়াল রাখতে হবে খাওয়া-দাওয়ার উপর এবং এর সঙ্গে প্রতিদিন ব্যায়াম করা মাস্ট। 

publive-image