তিনি ফিরলেন, কিন্তু পেলেন সেই বিক্ষোভ!

সাংসদদের অনুরোধে কক্ষে ফিরলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাদের অনুরোধকে মান্যতা দিয়েই আজ কক্ষে ফেরেন স্পিকার। আর ফিরেই পড়লেন বিক্ষোভের মুখে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
om birla.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অবশেষে ২ দিন পর সাংসদদের অনুরোধে কক্ষে ফিরলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গতকালই সাংসদ অধীর চৌধুরী সহ একাধিক শাসক বিরোধী সাংসদরা ওম বিড়লার কাছে অনুরোধ জানান লোকসভায় ফিরে আসার জন্যে। উনি এই কক্ষের অভিভাবক, এমনটাও বলতে শোনা যায় তাদের মুখে। সেই অনুরোধকে মান্যতা দিয়েই আজ কক্ষে ফেরেন স্পিকার।

কিন্তু ফিরেই বা কি হল, কক্ষের পরিস্থিতি যেমনকার তেমনই। এদিনও অধিবেশন শুরু হতেই মণিপুর ইস্যুতে ফের বিক্ষোভ ছড়ায়। বিরোধী সাংসদরা স্লোগান তোলেন এবং লোকসভায় মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেন। কার্যত তাতেই উত্তেজনা ছড়ায় হাউসের অন্দরে। যা দেখে খানিকটা নির্বিক চিত্রেই তাকিয়ে থাকতে দেখা যায় স্পিকারকে।