দেশে রাশিয়া ও চীনের বিমান প্রবেশ, তবে কী যুদ্ধ? শুরু বিক্ষোভ

রাশিয়া ও চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া বিক্ষোভ দেখিয়েছে।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, বৃহস্পতিবার প্রতিবেশী দেশগুলোর সামরিক বিমানের মাধ্যমে তাদের এয়ার ডিফেন্স জোনে অনুপ্রবেশের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে এবং চীন ও রাশিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নীতি ব্যুরোর প্রধান সিউলে চীন ও রুশ দূতাবাসে অবস্থানরত মিলিটারি অ্যাটাশেদের কাছে এই প্রতিবাদের কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, 'কোনো ধরনের নোটিশ ছাড়াই সংবেদনশীল এলাকায় আমাদের আকাশসীমার কাছাকাছি উড্ডয়ন করায় উভয় দেশের কাছে দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।' 

দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে দুটি চীনা ও চারটি রুশ সামরিক বিমান সমুদ্রের ওপর দিয়ে উড়ে গিয়ে তাদের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করলে তারা যুদ্ধবিমান ব্যবহার করে।

hire