Monsoon Forecast: দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। আগামী দু-এক দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে।। তার উপস্থিতি জানান দিচ্ছে আজকের এই আবহাওয়া, বলছে হাওয়া অফিস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rain new

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আয় বৃষ্টি ঝেঁপে বলার দিন শেষ। দেরিতে হলেও শেষমেশ বঙ্গবাসী পেতে চলেছে স্বস্তি। কেননা দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। যা জানা যাচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যেই বর্ষা পাকাপাকি প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তারই জানান দিচ্ছে আজকের এই মেঘলা দিন।

সকাল থেকেই শুরু মেঘের গুরু গুরু। কোথাও কোথাও চলছে দমকা হাওয়া। আর কোথাও চলছে হালকা বা মাঝারি বৃষ্টি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারাদিনই আকাশের রূপ এমনই থাকবে। তাপমাত্রাও স্বাভাবিক বা স্বাভাবিকের নীচেই থাকবে। সব মিলে এবার স্বস্তি পেতে চলেছে বাংলা।