সমুদ্র তীরবর্তী জেলা হওয়ায় বাড়ছে অশনি সংকেত

গরমের পরিস্থিতি বদলাবে শীঘ্রই। ফলে খানিক সময়ের অপেক্ষা করতে হবে জেলাবাসীকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloud

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফের একবার স্বস্তি ফিরতে চলেছে এই জেলায়। সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় গত দু’দিন ধরেই বৃষ্টির প্রকোপ না থাকলেও অস্বস্তিজনক গরম বেড়েছিল। আজও সারাদিন একই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই পরিস্থিতি বদলাবে শীঘ্রই। ফলে খানিক সময়ের অপেক্ষা করতে হবে জেলাবাসীকে।

যা জানা যাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগণার আকাশ মেঘে ঢাকা থাকবে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে হাওয়ার গতিবেগ নামমাত্রই রয়েছে। আর আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি।