/anm-bengali/media/media_files/h4Er1aK7je0klx7RhxRJ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এর আগে একবার বলেছিলেন ‘অল ইস নট ওয়েল’। লাদাখের জলসঙ্কট নিয়েই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। তাই তো ২৬ জানুয়ারি বসেছিলেন অনশনে। আবার সেই লাদাখের জন্যেই অনশন করলেন লাদাখের অভিভাবক।
সোনম ওয়াংচুক, উদ্ভাবক তথা পরিবেশকর্মী। যাকে ঘিরেই তৈরি হয়েছিল ‘থ্রি ইডিয়টস’। সোমবারই এনডিএস স্টেডিয়াম লেহ-তে তার নয় দিনের অনশন পর্ব শেষ করলেন তিনি। গত ১৮ই জুন থেকে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক।
#WATCH | Sonam Wangchuk, an engineer turned educational reformist yesterday ended his nine-day fast at NDS Stadium Leh.
— ANI (@ANI) June 27, 2023
Wangchuk had begun his fast on June 18 to safeguard Ladakh's fragile mountain ecology & its indigenous people. pic.twitter.com/ptvN8uEXME
ওয়াংচুক লাদাখের ভঙ্গুর পার্বত্য পরিবেশ এবং এর আদিবাসীদের সুরক্ষার জন্য কেন্দ্রের সাহায্য চেয়ে অনশনে বসেছিলেন তিনি। এর আগে জানুয়ারি মাসেও করেছিলেন অনশন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us