New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ইকুয়েডরের ৩৫ বছর বয়সী ব্যবসায়ী নেতা ড্যানিয়েল নোবোয়া রবিবারের নির্বাচনে বিজয়ী হয়ে ইকুয়েডরের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। নির্বাচনী কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিনিয়োগকারী-প্রিয় নোবোয়া তার সমাজতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেজকে ৫২.৩% থেকে ৪৭.৭% ভোটে পরাজিত করেছেন। কুইটোতে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে গঞ্জালেজ একথা স্বীকার করেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us