মেঘে ঢেকেছে আকাশ, শীত আছে কি!

ধীরে ধীরে ঠান্ডার স্পেল কাটবে বলেই মনে করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloud-cloudy-sky-early-morning-fresh-wallpaper-preview.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি এখনও খানিকটা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে এবার আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। ধীরে ধীরে ঠান্ডার স্পেল কাটবে বলেই মনে করা হচ্ছে।

আজ দক্ষিণ ২৪ পরগণার সর্বনিম্ন তাপমাত্রা কম থাকলেও অনেকটাই বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আর তাতেই মনে হচ্ছে এবার সত্যিই বিদায় নিতে চলেছে শীত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে।আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। আর হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার।