New Update
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার বড়বাইদ এলাকায়। পুকুরের ধারে কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় থানায়। কিছুক্ষণ পর সেখানে ছুটে আসেন রাণীপুর গ্রামের বাসিন্দা আনন্দ ভুঁই। কাঁদতে কাঁদতে তিনি জানান ওই হাড়গোড় আসলে ওনার বাবার। তিনি বলেছেন, "আমার বাবার পা ভেঙে গিয়েছিল। পায়ে রড দেওয়া ছিল। গিয়ে দেখি কঙ্কাল সমেত রডটা পড়ে আছে। ওগুলো আমার বাবারই।" বাবা মানসিকভাবে সুস্থ ছিলেন না বলে দাবি করেছেন আনন্দ। বাড়ি থেকে নাকি তিনি চলে গিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ পাননি বাবার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us